পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়াতে “প্রিপারেশন ফরঅ্যাক্রিডিটেশন: ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিতহয়েছে। ৫ মে, ২০২৫ সোমবার সকালে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এরআয়োজনে ইনিস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি), পুণ্ড্রইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর সার্বিক সহযোগিতায় কর্মশালাটিঅনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত ওয়ার্কশপে উচ্চ শিক্ষার গুনগত মান উন্নয়নেরলক্ষ্যে অ্যাক্রেডিটেশন প্রাপ্তি সংক্রান্ত বিষয়ে নিবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশঅ্যাক্রিডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. এস.এম. কবির। উপস্থাপনার পরেপ্রাসঙ্গিক, যৌক্তিক ও গঠনমূলক প্রশ্নের মাধ্যমে শিক্ষকবৃন্দ কর্মশালায় অংশগ্রহণকরেন। কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশঅ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেজবাহউদ্দিন আহমেদ।বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. এস. এম. কবিরেরসভাপতিত্বে উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসরড. চিত্তরঞ্জন মিশ্র, গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজেরচেয়ারম্যান ও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরাবেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ওআইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান। বাংলাদেশঅ্যাক্রিডিটেশন কাউন্সিলের ডিরেক্টর প্রফেসর নাসির উদ্দিন আহম্মেদ ভোট অবথ্যাঙ্কস জানান। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিওটির ভাইস চেয়ারম্যান রোটা: ডাঃ মতিউর রহমান পিএইচডি, পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজনশাহ-ই-ফজলুল, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আমিনুলইসলাম, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, ড. আবু মুসা মোহাম্মদ আরিফবিল্লাহ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র প্রফেসর ড. শামসুল আলমবিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ সকল শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী পর্বেঅনলাইনে যুক্ত ছিলেন বিওটি সদস্য ইঞ্জি. হারুন-অর-রশিদ ও তৌফিক হোসেন।
- May 05, 2025
- PUB